ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

স্পেনের ড্র, জার্মানির দারুণ জয়

টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেতে বসেছিল স্পেন। তবে জেরার্দ মোরেনোর ৮৯তম মিনিটের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছে লুইস এনরিকের দল। এদিকে নেশন্স লিগের অন্য ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাতে ইউক্রেনের বিপক্ষে পেছনে পড়েও দারুণ জয় তুলে নিয়েছে জার্মানি।  বাসেলের সেন্ট জাকব-পার্কে শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপে স্পন ও সুইজারল্যান্ডের ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়। অন্য ম্যাচে লাইপজিগের রেড বুল অ্যারেনায় ৩-১ গোলে জিতেছে জার্মানি। 


ঘরের মাঠে শনিবার ২৬তম মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। সের্হিও রামোসকে এড়িয়ে চমৎকার কাট ব্যাকে ফ্রাউলারকে খুঁজে নেন ব্রিল এমবোলো। অরক্ষিত ফ্রাউলার দূরের পোস্ট ঘেঁষে বল পাঠান ঠিকানায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের। এদিকে ম্যাচের ৭৯তম মিনিটে বড় একটা ধাক্কা খায় সুইজারল্যান্ড। আলভারো মোরাতাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নিকো এলভেদি। দ্বিতীয় পেনাল্টি পায় স্পেন।


ইউরোপের হয়ে সবচেয়ে বেশি ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড গড়া রামোস এবারও ব্যর্থ স্পট কিক থেকে গোল করতে। ঠিক যেন আগের শটের পুনরাবৃত্তি। আগেরবারের চেয়েও সহজেই তার শট ফেরান সমের।  তবে ম্যাচের ৮০তম মিনিটে বদলি নামা মোরেনো গোল করে স্পেনকে সমতায় ফেরায়। বাঁ দিক থেকে সের্হিও রেগিলনের ক্রস থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।


অন্য ম্যাচে খেলার ধারার বিপরীতে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। ডি-বক্সে অলেকসান্দার জুবকভের শট ব্লক হওয়ার পর তিনি বল দেন ইয়ারেমচুককে। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। জার্মানির সমতা ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি। প্রতি আক্রমণে ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে গোরেটস্কার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সানে। ৩৩তম মিনিটে দলকে এগিয়ে দেন ভেরনার। রবিনের ক্রস ডি-বক্সের ডান দিকে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের সামনে বাড়ান গোরেটস্কা। হেডে ফাঁকা জালে বল পাঠান ভেরনার। দ্বিতীয়ার্ধে অবশ্য কোন দলই আর গোলের দেখা পায়নি। যে কারণে পেছনে পড়েও কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। 


এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে স্পেন। জার্মানি ৯ পয়েন্ট নিয়ে উঠেছে শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউক্রেন। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

ads

Our Facebook Page